বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মহেশপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবি অভিযান চালিয়ে ৫ শ পিস ইয়াবা উদ্ধার করেছে। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খোসালপুর বিওপির বিজিবি সদস্যরা মহেশপুর উপজেলার নেপার মোড় থেকে মালিকবিহীন অবস্থায় ৫ শ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এদিকে, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ জীবননগর বিওপির টহল দল জীবননগরের মোকছেদ মার্কেটের সামনে থেকে ৯২ পিস ইয়াবাসহ সোহাগ নামের এক মাদক চোরাকারবারিকে আটক করে। সোহাগ মহশেপুরের দত্তনগর এলাকার কেশবপুর গ্রামের টিকার উদ্দীনের ছেলে। তাঁর কাছ থেকে একটি ডিসকভার মোটরসাইকেল এবং বাংলাদেশি নগদ ২ হাজার ৫১৭ টাকা উদ্ধার করা হয়। এদিকে, মেদিনীপুর বিওপি স্থানীয় একটি আমবাগান থেকে ৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। খালিশপুর-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular