বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

মহেশপুরের কুখ্যাত চাঁদাবাজ ও চোরাকারবারী নাসির অবশেষে গ্রেফতার !

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ  ঝিনাইদহের মহেশপুর উপজেলার আমিননগরে কুখ্যাত চাঁদাবাজ ও চোরাকারবারী নাসির উদ্দিনকে মহেশপুর থানা পুলিশ অবশেষে গ্রেফতার করেছে।
মহেশপুর থানা ও এলাকাবাসী সূত্রে প্রকাশ, রোবাবার ভোরে উপজেলার আমিননগর হলদিপাড়ার আবুল হোসেনের পুত্র নাসির উদ্দিন(৪০) কে মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ী থেকে গ্রেফতার করে।

জানাগেছে,গত ১/৭/২০০৩ইং তারিখে হলদিপাড়া গ্রামের আশরাফ আলীর একটি মোটরসাইকেল ছিনতাইয়ের প্রধান আসামী নাসির উদ্দিন। ঐ ঘটনায় তার সহযোগী হিসেবে রয়েছে কুষ্টিয়া ও খুলনার সিন্ডিকেটের সদস্যরা। ঐ মামলায় গত এক যুগ ধরে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হলেও সে পুলিশকে ফাঁকি দিয়ে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ অন্যান্য অপরাধ চালিয়ে আসছিল।

মহেশপুর থানার ওসি জানান নাসির উদ্দিন মাঝে মধ্যে এলাকায় থাকে আবার কিছু সময় বাইরে থেকে অপরাধ করে আসছিল। সে সীমান্ত এলাকায় অস্থিরতা সৃষ্টি সহ চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে। তাকে ধরার জন্য পুলিশ দীর্ঘদিন চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

শনিবার দিবাগত রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মহেশপুর থানায় ৩টি মামলা রয়েছে। যার নং-৪(৬)০৩, ৪(৩)১৭, ৩(৪)১৭। রোববার দুপুরে তাকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে। নাসিরকে গ্রেফতার এলাকার মানুষ সন্তোষ প্রকাশ  করেছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular