মহেরপুরে পালিত হয়েছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্ম বার্ষিকী

0
67

নিউজ ডেস্ক:

মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধিঃ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্ম বার্ষিকী। মেহেরপুরের নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেছে জেলা প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক খাইরুল হাসান, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি মোমিনুল ইসলাম, নুরুল আহম্মেদ, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ, আব্দুল্লাহ আল মামুন রাসেল, সদস্য সাইদুর রহমান, হাসানুজ্জামান মালেক, মোমিনুল ইসলাম।

সঞ্চালনা করেন আবু হাসনাত দিপু। পরে শিল্পকলা একাডেমীর শিল্পীরা সঙ্গীত ও নিত্য পরিবেশন করেন।