চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি ও মাদকদ্রব্য অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান
নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি ও মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান চালিয়ে মহিলাসহ তিনজনকে আটক করেছে। গতকাল রবিবার ভিন্ন ভিন্ন সময়ে পৃথকস্থান থেকে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন, ২৫ গ্রাম গাঁজা ও ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো- বুদ্ধিমানপাড়ার আনোয়ারা (৪৫), শুকুর আলী (৪০) ও গোরস্থানপাড়ার ফজলুর রহমান (৪০)। পুলিশ সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বুজরুকগড়গড়ি বুদ্ধিমানপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার ফজলুর ছেলে শুকুর আলী ও বারেকের স্ত্রী আনোয়ারাকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ২২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে, সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গোরস্থানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ একই এলাকার আব্দুস সালামের ছেলে ফজলুর রহমানকে আটক করে। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।