প্রেস বিজ্ঞপ্তি: মহান ২১ ফেব্রুয়ারী ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে দেশের প্রত্যেকটি জেলা উপজেলা কমিটিকে প্রভাত ফেরিতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পর্ঘ অর্পনের মাধ্যমে যথাযথ মর্যাদার সাথে দিবসটি পালনের আহবান জানান “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি।
১৮ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির এক যৌথ বিবৃতিতে কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর জানান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ তার জন্মলগ্ন থেকেই ২১ ফেব্রুয়ারী জাতীয় শহীদ দিবস তথা আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে প্রভাত ফেরিতে শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পনের মাধ্যমে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে আসছে। আর তারই ধারাবাহিকতায় বিএমএসএফ’র প্রত্যেকটি জেলা উপজেলা কমিটির পক্ষ থেকে দিবসটি উদযাপন উপলক্ষে প্রভাত ফেরিতে জেলা ও উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বিএমএসএফ লোগো সম্বলিত ফুলের তোড়া দিয়ে শহীদদের প্রতি শ্রোদ্ধা জানানোর আহবান জানাচ্ছি।