মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর, ০১ মে ॥ মহান মে দিবস উপলক্ষে মেহেরপুরে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা মটর শ্রমিক ইউনিয়ন। গতকাল বেলা ১১ টার দিকে শহরের গরুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়ন কার্যলয়ে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ বক্তা ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বাস ও ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি পুলিশ সুপার আহসান হাবিব, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম.এ খালেক, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা জেলা বাস ও ট্রাক মালিক সমিতি ও কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আ্যাড.ইয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন প্রমূখ।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ও দিপুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন,জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন ও সাধারন সম্পাদক জুয়েল রানা, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, শ্রমিক কল্যান সম্পাদক শাখয়াত হোসেন সবুজ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউল হক প্রমূখ। এসময় সেখানে জেলা বাস ও ট্রাক মালিক সমিতি, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা মটর শ্রমিক ইউনিয়নের পক্ষথেকে অতিথিদের কে ফুলের তোড়া দিয়ে বরন করে নেওয়া হয়। রাতে মনোজ্ঞসাংকৃতিকের আয়োজন করা হবে।