নিউজ ডেস্ক:
চট্টগ্রামে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।
গত শনিবার বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- আনোয়ার পলাশ, মাইমুন উদ্দিন মামুন, কাজী সিদ্দিকুর রহমান, নুরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. বোরহান, মো. জিসান, মো. সিদ্দিক সোহান, হানিফ সুমন, নূর উদ্দিন, মনিরুল ইসলাম, আরমান আসিফ ও ইফতি।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সমর্থক ও সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে বলে আহতদের সূত্রে জানা গেছে।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, কলেজের বিজ্ঞান ভবনের সামনে দাঁড়িয়ে আ জ ম নাসির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত কয়েকজন নেতা-কর্মী স্লোগান দিলে অপর প্রান্তে জটলায় থাকা মহিউদ্দীন চৌধুরীর অনুসারী কয়েকজন ছাত্রলীগের নেতা কর্মীও পাল্টা স্লোগান দেয়। এই নিয়ে উভয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় গ্রুপের ১৩ জন আহত হয়।
চকবাজার থানার ওসি নুরুল হুদা সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তবে পুলিশ যাওয়ার পর উভয় গ্রুপ পালিয়ে যায়।