বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

‘ময়না’ ছবিতে জুটি হচ্ছেন মাহি-সোহম !

নিউজ ডেস্ক:

‘ময়না’ নামের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহি। অনন্য মামুনের পরিচালনায় ছবিটিতে তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহম।

এর আগে ‘ব্ল্যাক’ (২০১৫) ছবিতে বাংলাদেশের বিদ্যা সিনহা মিমের সঙ্গে অভিনয় করেছিলেন সোহম। এবার করছেন মাহির সঙ্গে।ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান জানান, এ মাসেই ঢাকা আসবেন সোহম। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবির শুটিং শুরুর ঘোষণা দেয়া হবে।

রোজার ঈদ উপলক্ষে ছবিটি মুক্তি দেয়া হবে। ছবিতে ধনাঢ্য পরিবারের সন্তানের চরিত্রে দেখা যাবে মাহিকে। বর্তমানে এ নায়িকা মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মুক্তির অপেক্ষায় আছে ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular