রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

মন্দির বাঁচাতে মানববন্ধন করে সারারাত মন্দিরে পাহাড়া দিলেন মুসলিম যুবকরা

নিউজ ডেস্ক:

ফেসবুকে বিতর্কিত পোস্টকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছে ভারতের বেঙ্গালুরু শহর। সহিংসতায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৬০ জন পুলিশ সদস্য। একদিকে যখন এই সহিংসতার ছবি অন্যদিকে এর আগুন থেকে মন্দির বাঁচাতে মানববন্ধন করে সারারাত মন্দিরে পাহাড়া দিলেন মুসলিম যুবকরা।

বেঙ্গালুরুর সহিংসতার একটি ভিডিও শেয়ার করেছে সংবাদসংস্থা এএনআই। ভিডিওটিতে দেখা যায় ডিজে হাল্লি পুলিশ স্টেশন চত্বরে জড়ো হয়েছেন বহু মুসলিম যুবক। কিছুটা দূরেই তখন আগুন জ্বলছে। পরিস্থিতি সামলাতে তখন জোট বাঁধেন সেখানে উপস্থিত থাকা ৪০ জন যুবক। ক্ষিপ্ত জনতা যাতে মন্দির চত্বরে না পৌঁছতে পারে সেটি নিশ্চিত করতে হাতে হাত রেখে বিরাট মানববন্ধন গড়তে দেখা যায় তাদের।

জানা গেছে, সহিংসতার সূত্রপাত হয়েছে পুলকেশিনগর কেন্দ্রের কংগ্রেস বিধায়ক আখন্দ শ্রীনবাস মূর্তির ভাগ্নে পি. নবীন-এর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। মঙ্গলবার নিজের অ্যাকাউন্টে একটি সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত পোস্ট করার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাতেই কংগ্রেস বিধায়কের বাসভবনের সামনে জমায়েত হয়ে হামলা চালায় একটি সম্প্রদায়ের মানুষ। এমনকি বাড়িতে রাখা কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ ঘটানো হয়।

উল্লেখ্য, এ ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত মোট ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে শ্রীনিবাস মূর্তির ভাইপোও রয়েছেন বলে জানা গেছে।

সূত্র- নিউজ ১৮

Similar Articles

Advertismentspot_img

Most Popular