নিউজ ডেস্ক:কুমিল্লায় মন্দির ভাঙচুরের ঘটনায় ১৭ জনকে পাঁচ দিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত। জ্যেষ্ঠ বিচারিক ৬ নম্বর আমলি আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এ আদেশ দেন।বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আল মাহামুদ।
বুধবার (৩ নভেম্বর) দুপুরে পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আল মাহামুদ জানান, ১৮ আসামীকে আদালতে তুলে সাত দিনের রিমান্ডের আবেদন করি। শুনানি শেষে বিচারক ১৭ জনকে পাঁচ দিন করে রিমান্ডে পাঠান।
তিনি জানান, বুধবার দুপুরে ১৮ আসামিকে আদালতে তুলে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ১৭ জনকে পাঁচ দিন করে রিমান্ডে পাঠান।
এর আগে ১৩ অক্টোবর ‘কোরআন অবমাননা’র জেরে কুমিল্লার ঠাকুরপাড়া এলাকায় রক্ষাকালী মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। এর দুই দিন পর পুলিশ বাদী হয়ে মামলা করে। পরে সিসিটিভির ফুটেজ দেখে ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।