মন্ত্রিসভায় ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা !

0
31

নিউজ ডেস্ক:

মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আজ হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
মন্ত্রিসভাকে ওবায়দুল কাদেরের স্বাস্থের অবস্থা সম্পর্কে অবহিত করা হয় এবং মন্ত্রিসভা দেশবাসীর কাছে তাঁর আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন, মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
‘হাসপাতাল থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য মতে, তাঁর (কাদের) শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং বিশিষ্ট ভারতীয় হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি বাংলাদেশী চিকিৎসকদের সঙ্গে তাঁর চিকিৎসায় যোগ দিয়েছেন, বলেন মন্ত্রী পরিষদ সচিব।
শফিউল আলম বলেন, ‘ডাক্তার দেবী শেঠির মতামতের ওপর ভিত্তি করেই ওবায়দুল কাদেরের চিকিৎসা দেশে বা বিদেশে, কোথায় হবে তা নির্ধারণ করা হয়।’
ওবায়দুল কাদের হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার সকালে প্রথমে বিএসএমএমইউ’র আইসিইউতে ভর্তি হন। সেখান থেকে পরে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
এদিকে এদিনের মন্ত্রিসভা ‘বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আইন ২০১৯’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে।
শফিউল আলম বলেন, এ সংক্রান্ত ১৯৮৩ সালের বিদ্যমান সামরিক অধ্যাদেশকে বাংলায় রূপান্তর করে এই খসড়া আইনটি অনুমোদন দেয়া হয়েছে।
তিনি বলেন খসড়া আইন অনুযায়ী পূর্বের ১০ সদস্যের বোর্ডকে এখন ২০ সদস্যে উন্নীত করা হয়েছে, যার প্রধান হবেন যুব ও ক্রীড়া মন্ত্রী।
বৈঠকে মন্ত্রীসভাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারী জার্মানী সফর এবং ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে অবহিত করা হয়।
এছাড়া মন্ত্রীসভাকে পররাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে ভারতের নয়াদিল্লীতে ৭ ও ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জয়েন্ট কনসালটেটিভ কমিশন এর ৫ম সভায় অংশ গ্রহণ সম্পর্কে অবহিত করা হয় ।
বৈঠকে মন্ত্রীসভাকে ,সিঙ্গাপুরে ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ‘থার্ড ফোরাম অফ মিনিস্টার্স এন্ড এনভায়রনমেন্ট অথরিটিস অফ এশিয়া প্যাসিফিক’-এ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর অংশ গ্রহণ সম্পর্কে অবহিত করা হয়।
এদিকে, বৈঠকের শুরুতে রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭১ জন নিহত ও ৫৫ জন আহত হওয়ায় একটি শোক প্রস্তাব গ্রহন করে মন্ত্রীসভা।
পরবর্তীতে পলান সরকার পরলোক গমন করায় অপর একটি শোক প্রস্তাবও মন্ত্রিসভায় গৃহীত হয়।