মধ্যরাতে নির্মাতা রিংকু আটক

0
3

তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে আটক করা হয়েছে। সোমবার মধ্যরাতে গুলশান থানা এলাকা তাকে আটক করা হয়। তবে তাকে কী কারণে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম।

এদিকে রিংকু আটকের খবর শুনে ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার, দীপংকর দীপনসহ আরও অনেকে।

খায়রুল বাসার লেখেন, ‘আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না। ‘

নির্মাতা দীপংকর দীপন তার ফেসবুকে লিখেছেন, ‘তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকু আটক। এই মধ্যরাতে তার আটকের খবরটা জানানোর জন্য আমরা প্রস্তুত ছিলাম না। কিন্তু রাত সাড়ে বারোটার দিকে ফোনটা আসে। আটক করা হয়েছে রিংকুকে। এখন আছে গুলশান থানায়। কেন কি কারনে আটক জানা যায়নি। একজন নির্মাতা কে এত রাতে আটকের তীব্র প্রতিবাদ জানাই। ‘

তিনি আরও বলেন, ‘শিল্পী কলাকুশলীসহ সবার বিপদে সবার আগে এগিয়ে আসা এই নির্মাতার এখনই মুক্তি চাই। যার নতুন নাটক আর গল্পের খবর জানানোর কথা তার হাতকড়া পড়ার খবর জানানোর জন্য দুঃখিত। আমরা তার দ্রুত মুক্তির দাবী জানাচ্ছি’।

প্রসঙ্গত, অসখ্য নাটকের নির্মা রিংকু। তার নির্মিত নাটকগুলোর মধ্যে রয়েছে, রঙিন আশা, পুতুলের সংসার, ইতিবৃত্ত, নরসুন্দরী, কবর, বন্ধন, ব্লগার মিতু, জাল, কাটুস, অতিরিক্ত, নোঙ্গরসহ অনেক।