নিউজ ডেস্ক:
মতিঝিলে জনতা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে, আজ সকাল ৮টা ৪০ মিনিটে ১০তলা ভবনটিতে আগুন লাগার ঘটনা ঘটে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর দেবাশিষ বর্ধন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত আরো জানানো হয়, সকাল ৮টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাদের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।