বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মঙ্গলবার আর্জেন্টিনার মুখোমুখি-ব্রাজিল !

নিউজ ডেস্ক:

সৌদি আরবের বিপক্ষে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন ব্রাজিলের কোচ তিতে। পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বলে নিজেদের খেলায় আরও উন্নতি চান তিনি। কোচের সঙ্গে একমত অধিনায়ক নেইমারও।মঙ্গলবার আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। এর আগে শুক্রবার সৌদি আরবকে ২-০ গোলে হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ থাকলেও জয়ের ধারায় থাকতে পেরে খুশি নেইমার। নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখছেন ২৬ বছর বয়সী এই তারকা।

তবে আর্জেন্টিনার বিপক্ষে উন্নতি চান ব্রাজিলের দায়িত্ব নিয়ে ২৯ ম্যাচে ২৩ জয় পাওয়া তিতে, ‘একদম শুরু থেকে, আমরা যেমনটা ভেবেছিলাম, তেমনটা পারফর্ম করিনি। পারফরম্যান্সটা ছিল এই দলের মানদণ্ডের চেয়ে নিচে। আমরা এর চেয়ে আরও ভালো খেলি, আরও সুযোগ তৈরি করি, প্রতিদ্বন্দ্বিতা করি, আরও বেশি মনোযোগ রাখি।’তিনি বলেন, ‘বেশিরভাগই ছিল আমাদের সাধারণ মাত্রার চেয়ে নিচে। আমরা সন্তুষ্ট করার মতো ছিলাম না। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কখনই প্রীতি হয় না। আমরা সেটার জন্য আরও ভালো আশা করব।’

Similar Articles

Advertismentspot_img

Most Popular