শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই ইটভাটার মালিককে অর্থদন্ড!

নিউজ ডেস্ক:দামুড়হুদা ও জীবননগর উপজেলায় কাঠ পোড়ানোর অপরাধে দুই ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ ও আমজাদ হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।দামুড়হুদা ও জীবননগর উপজেলায় কাঠ পোড়ানোর অপরাধে দুই ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ ও আমজাদ হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় অধিকাংশ ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে, এমন অভিযোগ পায় জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় বুধবার অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে রেড ব্রিকস-এ অভিযান চালালে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের অপরাধে ইটভাটার মালিক শামসুল উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জীবননগর উপজেলার নিউ ব্রিকসে অভিযান চালিয়ে একই অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক (এনডিসি) সিব্বির আহমেদ জানান, ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, জেলায় কোনো ইটভাটার মালিক যদি কাঠ দিয়ে ইট পোড়ায়, তবে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হবে। ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular