ভ্যানচাপায় খুলনায় শিশু নিহত !

0
38

নিউজ ডেস্ক:

খুলনার রূপসা উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় হুসাইন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার সকালে রূপসা সেতুর টোল ঘর সংলগ্ন বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু জাবুসা গ্রামের ব্যবসায়ী আহাদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাইপাস সড়ক সংলগ্ন ঘর থেকে শিশুটি রাস্তায় চলে আসে। এসময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা চালকসহ পিকআপটি জব্দ করে পুলিশে দিয়েছেন।