বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ভ্যাট সমস্যা সমাধানে ভ্রাম্যমাণ হেল্পডেস্ক ও ভ্যাট একাডেমি !

নিউজ ডেস্ক:

রাজধানীতে চলছে ওয়াইফাই সংযোগসহ বাস ও মাইক্রোবাস। অনলাইন সংযোগের মাধ্যমে রাজস্ব কর্মকর্তারা হাতেকলমে যাত্রী কিংবা ব্যবসায়ীকে ভ্যাট বিষয়ক শিক্ষা ও সেবা দিচ্ছেন।

এটা কোনো কাল্পনিক গল্প নয় এবার করদাতাসহ সব স্তরের মানুষের মধ্যে ভ্যাট ভীতি দূর করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চালু করছে ভ্রাম্যমাণ এই হেল্পডেস্ক। পাশাপাশি শিগগিরই রাজধানীতে স্থাপিত হচ্ছে ভ্যাট একাডেমি। পরিকল্পনা রয়েছে ভ্যাট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান গত শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

শিগগিরই ভ্যাট একাডেমি চালু হচ্ছে এমন কথা উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, এর পাশাপাশি খুব শিগগিরই ঢাকায় স্থাপিত হবে ভ্যাট একাডেমি। এতে আগ্রহীরা ভ্যাট বিষয়ক প্রতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে পারবেন। ভ্যাট পরামর্শকদের পাশাপাশি আয়কর আইনজীবীরা এখানে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।

তিনি বলেন, এর ধারাবাহিকতায় এনবিআর পৃথিবীর সর্বপ্রথম স্বয়ংসম্পূর্ণ ও পূর্ণাঙ্গ ভ্যাট বিশ্ববিদ্যালয় চালু করার পরিকল্পনা নিয়েছে। যেখানে শিক্ষার্থীরা ভ্যাট বিষয়ে ডিগ্রী অর্জন করতে পারবে। বিদেশীদের ডিগ্রি অর্জনের উপযোগী করে এটিকে গড়ে তোলা হবে। এতে দূরশিক্ষণ, অনলাইন ও ই-লার্নিং পদ্ধতি থাকবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আদলে হবে এ শিক্ষণ। এনবিআরের কর্মকর্তাদের পাশাপাশি ভ্যাটের প্রশিক্ষণ গ্রহণকারী ব্যবসায়ীগণ রিসোর্সপার্সন হিসেবে এতে সম্পৃক্ত হতে পারবেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular