রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

ভোমরা বন্দর সড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক: সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটায় আহত হয়েছেন আরও দুইজন। বিকেল সাড়ে ৩টার দিকে ভোমরা স্থলবন্দর সড়কের নবাতকাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার ভোমরা গ্রামের বাবর আলী গাজীর ছেলে কবির গাজী (৪০) ও যশোর জেলার নোয়াপাড়া গ্রামের সাধন কুমার সেন (৩৯)।

স্থানীয়রা জানান, কবির ও সাধন বিকেলে ভোমরা স্থল বন্দর থেকে মোটরসাইকেলে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নবাতকাটি এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কবির ও সাধন নিহত হন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইঞ্জিনচালিত ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানের দুই যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular