নিউজ ডেস্ক:
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য কর্মী তৈরি করতে হবে। ঢাকার ১৮টি আসনের মধ্যে জাতীয় পার্টির মাত্র দু’জন প্রার্থী রয়েছেন। আজ রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জাতীয় পার্টি মহানগর উত্তরের পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ মন্তব্য করেন।
জাতীয় পার্টির কর্মী নেই, প্রার্থীও নেই বলে মন্তব্য করে এরশাদ বলেন, প্রার্থী তৈরি করতে হবে, কর্মীও তৈরি করতে হবে। যারা আছেন তাদের মাঠে নামতে হবে। লোকজন নির্বাচনে ভোট দিতে আসবেন। আমাদের ভোট কেন্দ্র পাহারা দিতে হবে।
মহানগর উত্তর জাতীয় পার্টির সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাবেক মন্ত্রী এমএ সাত্তার প্রমুখ।