বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ভোগান্তি কমাতে গেমের আমন্ত্রণ পাঠানো বন্ধ করছে ফেসবুক !

নিউজ ডেস্ক:

প্রযুক্তিবিদ্যার উন্নয়নের সাথে সাথে জনপ্রিয় হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। আর তারমধ্যে সবচেয়ে শক্ত অবস্থানে আছে ফেসবুক।
তবে ভুয়া খবর ছড়ানোর অভিযোগে সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। এ ব্যাপারে এখন পর্যন্ত খুব একটা জোড়ালো সিদ্ধান্ত না আসলেও মানুষের ভোগান্তি কমানোর জন্য বিভিন্ন অ্যাপ বা গেম খেলার আমন্ত্রণ পাঠানো বন্ধ করে দিচ্ছে ফেসবুক।

সম্প্রতি ফেসবুকের ডেভেলপার্স ব্লগের একটি পোস্টে অ্যাপের আমন্ত্রণ পাঠানো বন্ধ করে দেয়ার খবরটি জানানো হয়।

বলা হয়েছে, নতুন রুপের ফেসবুকে কাউকে অ্যাপের মাধ্যমে গেম খেলার বা অন্য কোনো কিছু করার আমন্ত্রণ পাঠানো যাবে না। বর্তমানে ফেসবুকের পুরাতন ভার্সনে অ্যাপের আমন্ত্রণ পাঠানো গেলেও ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular