রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

ভেনিজুয়েলায় আটক মার্কিন সাংবাদিকদের মুক্তি দাবি যুক্তরাষ্ট্রের !

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় আটক এক মার্কিন সাংবাদিককে অবিলম্বে ছেড়ে দেয়ার দাবি জানিয়েছে।
কোডি ওয়েডল নামের ওই সাংবাদিক কয়েক বছর ধরে ভেনিজুয়েলায় এবিসি নিউজ ও মিয়ামি হেরাল্ডসহ বিভিন্ন মার্কিন গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। খবর এএফপি’র।
বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী কিমবার্লি ব্রেইয়ার টুইটারে এক বার্তায় জানান, মার্কিন পররাষ্ট্র দপ্তর আমেরিকান সাংবাদিকের আটকের ব্যাপারে ‘অবগত রয়েছে এবং এ ব্যাপারে তারা গভীরভাবে উদ্বিগ্ন।’
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অভিযুক্ত করে তিনি লিখেছেন, ‘সাংবাদিক হওয়া কোন অপরাধ নয়। আমরা অবিলম্বে অক্ষত অবস্থায় ওই সাংবাদিকের মুক্তি চাই।’
কারাকাসের একটি এনজিও স্পাসিও পাবলিকো ওয়েডলের নিখোঁজ হওয়ার খবর প্রকাশ করে।
ভেনিজুয়েলার ন্যাশনাল ইউনিয়ন অব প্রেস ওয়ার্কার্সের মতে, সকাল আটটায় ওয়েডলকে তার কারাকাসের বাসস্থান থেকে আটক করা হয়। তার কাজের যাবতীয় সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular