ভূমি দস্যূর দায়েরকৃত তথ্য প্রযুক্তি আইনের মামলায় খুলনারকন্ঠ সম্পাদকের জামিন লাভ

0
17

রিপোর্ট : ইমাম বিমান: খুলনায় অলোচিত ভূমি দস্যূতকাদর হোসেন বাবুর দায়েরকৃত তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় খুলনার সাহসী সাংবাদিক ও খুলনারকন্ঠ পত্রিকার সম্পাদক শেখ রানা জামিন লাভ করেছেন। রোববার ঢাকার সাইবার ট্টাইব্যুনালে তার জামিন আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক মো: সাইফুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।

গত ২২ ফেব্রুয়ারি মামলাটি খুলনার আদালত থেকে বিচারের জন্য ঢাকা সাইবার ট্টাইব্যুনালে পাঠানো হলে বিজ্ঞ আদালত মামলায় অভিযুক্ত সাংবাদিক দম্পত্তি সাংবাদিক শেখ রানা ও তার স্ত্রী নারী সাংবাদিক ইসরাত ইভার নামে গ্রেফতারী পরোয়ানা জারী করলে গত ২৬ ফেব্রুয়ারি খুলনার নারী সাংবাদিক ইসরাত ইভা আদালতে হাজির হয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা ও বিশিষ্ট আইনজীবী এ্যাড. কাওসার হোসাইন মাধ্যমে জামিন লাভ করলে অপর দিকে সাংবাদিক শেখ রানা ১১ মার্চ রবিবার সকালে এ্যাড. কাওসার হোসাইন মাধ্যমে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে ঢাকার সাইবার ট্টাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক মো: সাইফুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছর খুলনার ভুমিদস্যূ তকদির হোসেন বাবুর বিরুদ্ধে খুলনারকন্ঠ পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় তার অপকর্মের খবর প্রকাশিত হয়। এর জের ধরে ভুমিদস্যু বাবু খুলনার আদালতে উল্লেখিত সাংবাদিক দম্পতির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার অভিযোগে মামলাটি দায়ের করে। মামলা তদন্তকারী কর্মকর্তা আদালতে একটি চার্জশীট দাখিল করেন। সম্প্রতি মামলাটি খুলনা থেকে ঢাকায় বিচারের জন্য প্রেরণ করা হয়।