ভূতের ভয়ে বাড়িছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট !

0
31

নিউজ ডেস্ক:

ভূতের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। তারা চাইলে প্রেসিডেন্টকেও বাড়িছাড়া করতে পারে। সেটাই দেখা গেল ব্রাজিলে। ভূতের ভয়ে প্রেসিডেন্টের প্রাসাদ ছেড়ে পালিয়ে গেলেন খোদ প্রেসিডেন্ট মিচেল তেমের। চাইলে হয়তো অন্য কোনো কারণ দেখাতে পারতেন। কিন্তু তিনি নিজেও মেনে নিয়ে বলেছেন, ‘‌অশরীরি কিছু একটা ঘোরাফেরা করে। শান্তিতে ঘুমোতে পারছিলাম না। ওখানে অশুভ শক্তি রয়েছে। তাই বাড়ি ছাড়তে হল। ’‌ অর্থাৎ পেলের দেশের প্রেসিডেন্টও স্বীকৃতি দিয়েই ফেললেন ভূতের অস্তিত্বে।

একা প্রেসিডেন্ট ভয় পেয়েছেন, এমন নয়। তাঁর স্ত্রী মারসেলা নাকি আরো বেশি ভয় পেয়েছেন। ওঝা এনে ঝাড়ফুঁকও করানো হয়েছিল প্রেসিডেন্টের প্রাসাদে। তারপরেও নাকি ভূতের দল সেখানেই থেকে গিয়েছিল। সত্যিই তো, এত আরামের জীবন ছেড়ে ভূতেরাই বা যাবে কেন?‌ কী ছিল না ব্রাজিলিয়ার প্রেসিডেন্টের প্রাসাদে!‌ সুইমিং পুল থেকে ফুটবল মাঠ, গির্জা থেকে হাসপাতাল, বিলাস ও বিনোদনের আরও নানা আয়োজন। সেই বাড়ি ছেড়ে তাঁরা উঠে গিয়েছেন তুলনায় অনেক ছোট একটি বাড়িতে। ফলাও করে সেই খবর ছাপা হয়েছে ব্রাজিলের একটি সংবাদপত্রে। রীতিমতো হাসাহাসি শুরু হয়ে গেছে প্রেসিডেন্টের এই কাণ্ডে।