মিটুল হোসেন (ঢাকা, সংবাদদাতা) ॥ সোমবার সকাল থেকেই মেঘে ছেয়ে যায় পুরো ঢাকা শহর আর ঠিক ১০ টার সময় শুরু হয় ঝড়ো বাতাস আর বজ্রপাত সহ বৃষ্টি থমকে যায় গতিময় এ শহর দূর্ভোগে পওে নগরবাসী।
গত রবিবার বিকেল থেকে ঝোড়ো ও দমকা হাওয়া রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলার ওপর দিয়ে বয়ে গেছে। মেঘের স্তর নিচে নেমে আসায় ঢাকার আকাশে ধোঁয়াশা ভাব লক্ষ্য করা যায়।
আজ সকালে একই রকম অবস্থা দেখা যায় থেকে যদি আকাশ মেঘলা ছিল। বৃষ্টি শুরু হওয়া কিছু সময় আগে দেখা যায় রাস্তাার গাড়ি গুলো হেড লাইট জ্বালিয়ে চলাচর করছে দুই মিটার দুরে কী আছে তাও দেখা যাচ্ছে না । মনে হচ্ছে ব্যস্তময় এ শহর যেন ভুতুরে শহরে পরিনত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গপোসাগর পর্যন্ত বিস্তৃত। সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
ঝোড়ো হাওয়ায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।