নিউজ ডেস্ক:
ভিসা সংক্রান্ত জটিলতার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শনিবারের দুইটি হজ-ফ্লাইটও বাতিল ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। বাতিল হওয়া ফ্লাইট দুটি হচ্ছে-বিমানের বিজি ৩০৩৯ ও বিজি ৫০৩৫।
এর আগে, গতকাল শুক্রবার সকালও একই কারণে বিজি ৩০৩৯ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। তবে বিমানের গণসংযোগ বিভাগের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে দাবি করা হয়েছে, বাতিল নয়, ফ্লাইটটি বিলম্বিত হচ্ছে। কিন্তু ঠিক কখন ছেড়ে যাবে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি।
শনিবারের দুইটি মিলিয়ে এখন পর্যন্ত মোট ১৪টি হজ-ফ্লাইট বাতিল হলো।