বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ভিন্ন রূপে সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা !

নিউজ ডেস্ক:

তিনি যে বলিউড ডিভা সেটি নতুন করে প্রমাণ করার দরকার নেই প্রিয়াঙ্কা চোপড়ার। বলিউড দাপিয়ে হলিউডেও তিনি নিজের সফল রুপে নিজেকে দাড় করিয়েছেন। হলিউড সিরিজ থেকে শুরু করে, সিনেমা, টক শো-সব কিছুতেই চলছে প্রিয়াঙ্কার জাদু। আর নিজের এই সাফল্যের প্রত্যেকটি মুহূর্তে প্রিয়াঙ্কা শেয়ার করেন নিজের ভক্তদের সঙ্গে। তাই তো নতুন কিছু করলেই তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

এবার তেমনই নতুন এক ঘটনা ঘটালেন প্রিয়াঙ্কা চোপড়া। একেবারে অন্য রূপে দেখা গেল পিগি চপসকে। তিনি রূপ ধরলেন একেবারে পাশ্চত্য নায়িকার। সোনালি চুল, লাল ড্রেস, ডার্ক লিপস্টিক। একদম অন্যরকম ভাবেই হাজির হলেন। আর সেই রূপই এবার ইনস্টাগ্রামে শেয়ার করে তুফান তুললেন প্রিয়াঙ্কা চোপড়া।

প্রিয়াঙ্কা চোপড়া আপাতত ব্যস্ত জিম পারসনস, ক্লেয়ার ডেনস অভিনীত ‘এ কিড লাইক জেক’ নিয়ে। অন্যদিকে রেবেল উইলসন ও লিয়্যাম হেমসওয়ার্থের সঙ্গে ‘ইজন’ট ইট রোমান্টিক’ ছবির শ্যুটিং নিয়েও। তবে নতুন এই ছবিটি মোটেই কোনও সিনেমার লুক নয়। এক ফ্যাশন ম্যাগাজিনের জন্যই এই রূপ ধরলেন প্রিয়াঙ্কা চোপড়া বলে জানা গেছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular