বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ভিডিও চ্যাটে একসঙ্গে ৫০ জন, নতুন রূপে মেসেঞ্জার!

নিউজ ডেস্ক:

বছর শেষে ইউজারদের জন্য নতুন গিফট্ ফেসবুকের। নিউইয়ার গিফট হিসেবে এবার ফেসবুক মেসেঞ্জারে নতুন ফিচার ঘোষণা করল ফেসবুক।

প্রথম গ্রুপ ভিডিও চ্যাটিং-এর সুবিধা।
ভাইবার, গুগল ডুয়ো, স্কাইপি-র সঙ্গে প্রতিযোগিতায় এবার গ্রুপ চ্যাটিং-এর ফিচার অ্যাড করল ফেসবুক।
এতদিন ফেস-টু-ফেস চ্যাটিং থাকলেও গ্রুপ চ্যাটিং ফিচার ছিল না মেসেঞ্জারে। এবার থেকে একইসঙ্গে ৫০ জনের সঙ্গে ভিডিও চ্যাট করতে পারবেন ইউজার। এর মধ্যে ৬ জন ইউজারকে আলাদা স্ক্রিনে দেখা যাবে। বাকিরা এক এক করে তাদের সঙ্গে যোগ দিতে পারবে। তবে ৬ জনের বেশি একসঙ্গে ভিডিওতে থাকতে পারবে না। অডিও পেলেও পালা করে ভিডিওতে আসতে হবে।
এই সুবিধা পাওয়ার জন্য ফেসবুক মেসেঞ্জারের নতুন ভার্সন আপডেট করার পরামর্শ দিয়েছেন ফেসবুকের মেসেঞ্জারের প্রোডাক্ট ম্যানেজার স্টিফানি টেইন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular