ভিক্ষুকের সহায়তায় ব্যস্ত সড়কেই নারীর সন্তান প্রসব !

0
30

নিউজ ডেস্ক:

প্রতিটা দিনের খাবারের জন্য তাকে অন্যের করুণার ওপর নির্ভর করতে হয়। সেই ৬০ বছরের ভিক্ষুকই করুণার প্রতিমূর্তি হয়ে কৃষকের স্ত্রীকে ব্যস্ত রাস্তার মাঝে সন্তান প্রসবে সহায়তা করলেন। আর কাজ শেষ হলে কোনও কৃতিত্ব না চেয়ে এলাকা ছাড়লেন তিনি। এক দরিদ্র ভিক্ষুকের এ কাজ এখন ভারতের উত্তর কর্নাটকের ছোট শহর মানভি বাজারের সকল মানুষের মুখে মুখে।

জানা গেছে, কৃষক রামান্নার স্ত্রী তিন ছেলের জননী ইলাম্মা চতুর্থ সন্তান ধারণের পর দেখা যায় তিনি রক্তাল্পতায় ভুগছেন। চিকিৎসকের পরামর্শে ৩৬ সপ্তাহের সন্তানসম্ভবা ইলাম্মা রাইচুর মেডিক্যাল কলেজ থেকে পরীক্ষা করিয়ে ফিরছিলেন। কিন্তু বাসের ধকল নিতে পারেননি। মানবী শহরের ব্যস্ত রাস্তায় নেমে তিনি চেতনা হারান। তার অবস্থা বুঝতে ভুল করেননি ৬০ বছরের ওই ভিক্ষুক। কী করবেন বুঝতে না পেরে তাঁর স্বামী যখন দিশেহারা হয়ে এদিক-অদিক তাকাচ্ছেন। তখন ওই ভিক্ষুক মহিলা এগিয়ে আসেন।
অভিজ্ঞ দাইমাদের তিনি কন্যা সন্তান প্রসব করান। এগিয়ে আসেন আশপাশের অন্য মহিলারাও। তিন ছেলের পর মেয়ে পেয়ে তাদের হাসি আর ধরে না। কিন্তু সহায়ক সেই ভিক্ষুকের আর দেখা মেলেনি। ভিড় কেটে গেলে তিনিও অদৃশ্য হয়ে যান।