ভিকারুননিসা স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠিত!

0
53

নিউজ ডেস্ক:

প্রথম শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের বেইলি রোড শাখায় অনুষ্ঠিত হয়েছে লটারি। আজ সোমবার সকালে লটারিতে অংশ নিতে স্কুলে ভিড় করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকরা।

২০১৭ সালের প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হয় প্রতিষ্ঠানটির বেইলি রোডের মূল শাখায়। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন শাখায় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম।

গত বৃহস্পতিবার আবেদনের বাছাই তালিকা প্রকাশ করা হয়। এ বছর প্রথম শ্রেণিতে ১ হাজার ৬৯৪টি আসনের বিপরীতে অনলাইনে আবেদন জমা পরে ১২ হাজার ১৯৪ টি। এর মধ্যে থেকে ৯ হাজার ৬৮৬ জন শিক্ষার্থীর আবেদন লটারির জন্য মনোনীত করা হয়।