বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ভালো খেলেও ইংল্যান্ডের জালে বল জড়াতে ব্যর্থ নেইমাররা !

নিউজ ডেস্ক:

রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি পর্বে ব্রাজিল ও ইংল্যান্ডের মধ্যকার প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। মঙ্গবার রাতে লন্ডনের ওয়েম্বলিতে শুরু থেকে দারুন খেললেও গোলের দেখা পাননি নেইমাররা।

এদিন, ম্যাচের শুরু থেকে একটানা আক্রমণ করে করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে প্রথমার্ধে তেমন কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পেতে পারতো ব্রাজিল। তবে নেইমারের দারুণ পাস থেকে অধিনায়ক দানি আলভেসের শট নৈপুণ্যের সঙ্গে ঠেকিয়ে দেন গোলরক্ষক জো হার্ট।

ম্যাচের ৭৫তম প্রায় ২৫ গজ দূর থেকে ফের্নানদিনিয়োর শট গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে। ফলে এগিয়ে যাওয়ার চেষ্টা এবার ব্যর্থ হয়। ৮৫ মিনিটে পাওলিনিয়োর আরেকটি জোরালো শট ঠেকিয়ে দিলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।

Similar Articles

Advertismentspot_img

Most Popular