বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ভারপ্রাপ্ত অর্থসচিব মুসলিম চৌধুরী !

নিউজ ডেস্ক:

অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী। তিনি অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হবেন।

গতকাল মঙ্গলবার এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়েছে। মুসলিম চৌধুরী বিসিএস ১৯৮৪ ব্যাচের অডিট অ্যান্ড অ্যকাউন্টস ক্যাডারের কর্মকর্তা।

চাকরির মেয়াদ শেষে আগামী আগামীকাল ৪ অক্টোবর অবসরে যাচ্ছেন হেদায়েতুল্লাহ আল মামুন। অবসরে যাওয়ার সুবিধার্থে মঙ্গলবার তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের নুরুল আলম চৌধুরী ছেলে মুসলিম চৌধুরী সরকারি ও বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) নীতিমালার প্রবক্তা। এ ছাড়া অর্থ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনেরও প্রবক্তা তিনি। অনলাইন বেতন নির্ধারণ ও সরকারি কর্মচারী পেনশন ডাটাবেজ তৈরির জন্য তিনি চলতিবছর জনপ্রশাসন পদক পান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular