ভারত শেখ হাসিনাকে ফেরত না পাঠালে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে

0
4

ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমরা প্রত্যর্পণের জন্য চিঠি দিয়েছি, চিঠির পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে, তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণের চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। এরপর আমরা বিশ্বসমাজে কী পদক্ষেপ নেব, তা ঠিক করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন আইন উপদেষ্টা।

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচারের আগে নির্বাচন হবে কিনা, এমন প্রশ্নের উত্তরে আসিফ নজরুল বলেন, নির্বাচনের সঙ্গে বিচারের কোনো রকমের বিরোধ নাই, কোনো সম্পর্ক নাই। বিচার বিচারের গতিতে চলবে। নির্বাচনের গতি নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য।

তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। পূর্ণ গতিতে বিচার চলছে। বিচারের গতি নিয়ে আমরা সন্তুষ্ট। তবে আমাদের এও পরিকল্পনা আছে, দরকার পড়লে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় শাখা গঠন করবো। উচ্চ আদালতের বিচারক নিয়োগ হয়ে গেলে আমরা কাজটা করে ফেলবো।