বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ভারত মহাসাগরে নজরদারিতে চীনা সাবমেরিন !

নিউজ ডেস্ক:

কলম্বোতে সাবমেরিন রাখার অনুমতি পায়নি চীন। তাই গন্তব্য এখন করাচি।  ভারত মহাসাগরের উপর দিয়ে এগিয়ে যাচ্ছে সেই সাবমেরিন। আর তার উপর কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে ভারত।

মালাক্কা স্ট্রেট পার হওয়ার পরেই ইউয়ান ক্লাসের এই কনভেনশনাল চীনা সাবমেরিনের উপর নজর রাখতে শুরু করেছে ভারতীয় নৌসেনার পেট্রোল এয়ারক্রাফট। ২০১৩ সালের ডিসেম্বর থেকে নিয়মিত ভারত মহাসাগরে নিউক্লিয়ার সাবমেরিন পাঠায় বেজিং। এখন পর্যন্ত মোট সাতটি চীনা সাবমেরিন ট্র্যাক করতে পেরেছে ভারত। এদিকে, চলতি মাসেই চীনের সাবমেরিন রাখার প্রস্তাব খারিজ করে দেয় শ্রীলঙ্কা।

অন্যদিকে, দেশটির সরকারের দুই উচ্চ পদস্থ আধিকারিক বৃহস্পতিবারই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্রীলঙ্কায় পৌঁছনোর বিষয়ে। আর সেই সঙ্গেই শ্রীলঙ্কার চীনা সাবমেরিনের প্রস্তাব খারিজ যেন এক অন্য বার্তা দিচ্ছে বলে মনে করছেন অনেকে। আবার মোদীর শ্রীলঙ্কা সফরের সময়ে চীনের কলম্বোতে সাবমেরিন রাখার বিষয়টি নিয়েও উঠছে নানা প্রশ্ন।

উল্লেখ্য, ২০১৪ সালের অক্টোবরে চীনের একটি সাবমেরিন কলম্বোতে রাখার অনুমতি দিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু ২০১৫ থেকে এখনও পর্যন্ত চীন তার সাবমেরিন কলম্বোয় রাখায় অনুমতি পায়নি। এ ব্যাপারে শ্রীলঙ্কা সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, চীন চলতি মাসে নিজের একটি সাবমেরিন রাখার অনুমতি চাইলে শ্রীলঙ্কা তা খারিজ করে দেয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular