বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ভারত বিরোধী রাজনীতি দেশের মানুষ গ্রহণ করে না: হাছান মাহমুদ !

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য না দেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের মুখপাত্র হাছান মাহমুদ বলেন, ভারত বিরোধী রাজনীতি এখন আর দেশের মানুষ গ্রহণ করে না। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় দেশকে ভারতের বাজারে পরিণত করেছিল। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সেখান থেকে সরিয়ে ভারতকে দেশের বাজার বানানোর জন্য কাজ করে যাচ্ছেন। গতকাল দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)’র উদ্যোগে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর ভারত সফর-সম্পর্কের নতুন দিগন্ত’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, সমঝোতা স্মারক সইয়ে কোন দেশই ভারতের কাছে যেমন বিক্রি হয়নি, তেমনি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ দেশও বিক্রি হবে না। ভারতের সাথে এ ধরনের সমঝোতা স্মারক পাকিস্তান ছাড়া সার্কভুক্ত সকল দেশের রয়েছে। তাদের দেশ যেমন ভারতের কাছে বিক্রি হয়নি তেমনি এ দেশও বিক্রি হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ভারতের সাথে সীমান্ত সমস্যা, সমুদ্র সীমা ও গঙ্গার পানি বন্টন সমস্যার সমাধান করেছে।

অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি এবং ওয়ার্ল্ড ইউনিভাসিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

Similar Articles

Advertismentspot_img

Most Popular