নিউজ ডেস্ক:
ভারত-পাকিস্তান সীমান্ত সমস্যা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল আমেরিকা। শুধু তাই নয়, মার্কিন থিঙ্কট্যাঙ্ক মনে করেন, ট্রাম্প প্রশাসনের উচিত চীনকে বোঝানো, তারা যাতে পাকিস্তানকে এর সমাধান-সূত্র বের করতে বলে।ইউএস ইনস্টিটিউট অফ পিস (ইউসিপ) নামে একটি সংস্থার প্রকাশিত রিপোর্টে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, সীমান্তের সমস্যার ফলে দুই দেশের মধ্যে যুদ্ধও বাঁধতে পারে। যা পুরো অঞ্চলের জন্য হানিকারক হবে।
রিপোর্টে আরও বলা হয়েছে, ওয়াশিংটনের উচিত বেজিংকে বোঝানো তারা যাতে পাকিস্তানকে অনুরোধ করে, সীমান্তের সমস্যা নিয়ে ভারতের উদ্বেগ প্রশমন করতে যেন সত্যি ব্যবস্থা নেয় ইসলামাবাদ।
ইউসিপ’র মতে, প্রথম ধাপ হিসেবে পাকিস্তানকে চীনের বলা উচিত, ভারতে যে জঙ্গিরা হামলা চালিয়েছে, তাদের শাস্তির ব্যবস্থা করার।
ইউসিপ জানিয়েছে, আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে একঘরে করার বর্তমান নীতি থেকে বেরিয়ে আসা উচিত ভারতের। ওই সংগঠনের মতে, এর ফলে, কাশ্মীর ইস্যুর সমাধান সূত্র বের করার একটা পথ খুলবে দুই দেশের সামনে।