আগে থেকেই ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, এবং সিঙ্গাপুর থেকে চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল। এর মধ্যে ভারত থেকে দুটি দফায় ৫০ হাজার টন করে মোট ১ লাখ টন চাল, পাকিস্তান ও সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন করে, এবং ভিয়েতনাম থেকে ১ লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
এবার, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়। ভারতের এম/এস বগাদিয়া ব্রাদার্স প্রাইভেট থেকে এই চাল আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৩৪.৫৫ মার্কিন ডলার, যার ফলে ৫০ হাজার টন চাল আমদানির মোট খরচ দাঁড়াবে ২ কোটি ১৭ লাখ ২৭ হাজার ৫০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৬৫ কোটি ৭ লাখ ৫৫ হাজার টাকা)।
এছাড়া, গত ১১ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের অ্যাগ্রো কর্প ইন্টারন্যাশনাল পিটিই, এলটিডি থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়, যার মূল্য ৪৩৪.৭৭ মার্কিন ডলার প্রতি মেট্রিক টনে এবং মোট ব্যয় ছিল ২৬৫ কোটি ২০ লাখ ৯৭ হাজার টাকা। এর আগেও পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল, যার জন্য ব্যয় ছিল ৩০৪ কোটি ৩৯ লাখ টাকা।