বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ভারত ও রাশিয়ার মুখোমুখি হতে দিল্লি আসছে চীন !

নিউজ ডেস্ক:

দালাইলামার অরুণাচল সফরকে কেন্দ্র করে ভারতে আসতে আপত্তি জানিয়েছে চীন। ভারতীয় গণমাধ্যমের এমন খবরকে অস্বীকার করল চীন।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের দাবি, ভারত, রাশিয়া ও চীনের বিশেষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং লি। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জেন শুয়াং এই খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে তিনটি দেশই তাদের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের দিনক্ষণ ঠিক করছে। তিন দেশের সহযোগিতায় চীন অংশ নিবে বলেও উল্লেখ করেছেন তিনি।

কিছুদিন আগেই, দালাইলামার তাওয়াং সফরের পালটা জবাব দিতে সেইপুরনো সীমান্ত সমস্যাতে আঘাত করে চীন। অরুণাচল প্রদেশের ছ’টি জায়গাকে চিহ্নিত করে তাদের নামকরণ করে দিল বেজিং।

দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশকে ‘দক্ষিণ তিব্বত’ বলে দাবি করে নিজেদের অধিকার কায়েমের চেষ্টা করছে চীন। যদিও প্রতিবারই সেই দাবি উড়িয়ে দিয়েছে ভারত। প্রতিবেশী রাষ্ট্রকে চাপে রেখে নিজেদের দাবিকে বৈধতা দিতে এবার অরুণাচল প্রদেশের ছয়টি জায়গাকে নিজেদের মতন করে নামকরণ করে পালটা জবাব দেওয়ার চেষ্টা করে চীন।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

Similar Articles

Advertismentspot_img

Most Popular