শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা: সেলিমা রহমান

ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রশাসনে শর্সের মধ্যে ভূত রয়েছে অভিযোগ করে সেলিমা রহমান বলেন, ‘বর্তমানে প্রশাসনের অনেকে আওয়ামী লীগকে আগলে রেখেছে। এদের পুনর্বাসন করতে দেওয়া হবে না।

এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার করে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরুর আহ্বান জানান তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular