বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ভারতে পাচার হওয়া ১২ নারী শিগগিরই দেশে ফিরছেন !

নিউজ ডেস্ক:

ভারতের মুম্বাইয়ে পাচার হওয়া ১২জন নারী শিগগিরই বাংলাদেশে ফিরছেন। দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের ব্যবস্থা গ্রহণের প্রেক্ষিতে ভারতের মুম্বাইয়ের ‘স্টেট হোম ফর ওমেন’-এ বন্দীবস্থায় থাকা এই নারীরা শিগগিরই বাংলাদেশে ফিরেছেন।

দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার কনস্যুলার ডিআইজি মোশাররফ হোসেন জানান, নারী পাচারকারীরা প্রলোভন দেখিয়ে এ বাংলাদেশি নারীদের ভারতে নিয়ে আসে। পরে পুলিশের হাতে ধরা পড়ে প্রায় এক বছর হলো তাদের ঠাঁই হয় মুম্বাই-এর ‘গভার্নমেন্ট স্টেট হোম অব ওমেন’-এ।

বিষয়টি দুতাবাসের নজরে আসার পর তিনি মুম্বাইয়ে গিয়ে সরেজমিনে তদন্ত করে দেখেন। এরপর আটক ১২ বাংলাদেশি নারীর নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হয়ে তাদের বাংলাদেশে ফিরে যাওয়ার জন্যে বাংলাদেশ দূতাবাস থেকে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে। আটক নারীদের সকলের বয়সই ২০-এর কোঠায়।

মুম্বাই-এর গভার্নমেন্ট স্টেট হোম ফর ওমেন-এর সুপারেনটেন্ডেন্ট ভরসা পাতিল জানান, দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে ১২ বাংলাদেশি নারীর অনুকূলে ইস্যু করা ট্রাভেল পারমিট তারা পেয়েছেন। শিগগিরই এ মেয়েরা দেশে ফিরে যেতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular