ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্তে ১০ পিস স্বর্ণেরবার উদ্ধার

0
14
এবিএস রনি, শার্শা (যশোর) প্রতিনিধি।।  ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থে‌কে ১০ পিস (১ কেজি ১৭০ গ্রাম) স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় পাচারকারী চ‌ক্রের কাউকে আটক করতে পা‌রেনি বি‌জি‌বি সদস্যরা।
শুক্রবার সকা‌লে বেনা‌পো‌লের সীমান্তবর্তী গ্রাম পুটখালী মাঠের একটি আমবাগান থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা স্বর্ণের বারগুলো উদ্ধার করে।
বিজিবি জানায়, গোপন খবর আসে, বেনাপোলের পুটখালী সীমান্ত পথে ভারতে স্বর্ণের এক‌টি চালান পাচার হচ্ছে। এসময় বিজিবি সদস্যরা সেখা‌নে অভিযান চালালে এক চোরাচালানী তার কাছ থেকে স্বর্ণ ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় ১০ পিস স্বর্ণেরবার পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।
২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তারিকুল হাকিম বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।