ভারতে ট্রেন লাইনচ্যুত, নিহত ২!

0
35

নিউজ ডেস্ক:

ভারতে একটি ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে দুইজন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। আজ বুধবার কানপুরে এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট রেলওয়ে কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়, শিয়ালদা যাওয়ার পথে আজমের-শিয়ালদা এক্সপ্রেসটির বগি লাইনচ্যুত হলে স্থানীয় সময় ভোর স্থানীয় সময় ৫টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীরা তখন ঘুমোচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ এই দুর্ঘটনা ঘটে।

এখন উদ্ধার কাজ চলছে। তবে কীভাবে বগিগুলো লাইনচ্যুত হয়েছে তা জানা যায়নি।