বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ভারতে জঙ্গি হামলার পরিকল্পনা: মার্কিন গোয়েন্দা রিপোর্ট !

নিউজ ডেস্ক:

সীমান্ত পেরিয়ে বড়সড় হামলার পরিকল্পনা করছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলো। হতে পারে পাঠানকোট, গুরদাসপুর ও উরি হামলার মতো নাশকতা। মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। শুধু ভারতেই নয় পাকিস্তানের জঙ্গিরা হামলা চালাতে পারে আফগানিস্তানেও।

রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক গুপ্তচর সংস্থা ভারতের মাটিতে নাশকতার নতুন পরিকল্পনা নিয়েছে। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো দক্ষিণ এশিয়ার শান্তি প্রতিষ্ঠার কাজে বাধা দেবে। এই অঞ্চলে মার্কিন স্বার্থ ক্ষুণ্ণ হবে বলেও জানানো হয়েছে। এছাড়া রিপোর্টে উঠে এসেছে, পাকিস্তান সন্ত্রাসবাদ দমনে ব্যর্থ। সীমান্ত এলাকায় বেড়ে চলেছে পাক জঙ্গিদের আক্রমণ।

২০১৬ সালে দু’টি সন্ত্রাসবাদী হামলার ফলে ভারত-পাকিস্তান সীমান্তে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সম্প্রতি সীমান্ত পেরিয়ে দুই সেনার অঙ্গচ্ছেদের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ভারত-পাকিস্তান সীমান্তের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বড়সড় জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে তৎপর পাকিস্তান গুপ্তচর সংস্থা।

অন্যদিকে, আফগানিস্তান-পাকিস্তান সীমান্তেও উত্তপ্ত পরিস্থিতি। আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে পাক সেনার আফগান মাটিতে প্রবেশ করেছিল। বিপরীতে গুলি চালায় আফগান বর্ডার পুলিশ। তার জেরে পাক সীমান্তের ভিতর কয়েকটি এলাকায় বিস্তর ক্ষতি হয়েছে। মৃত্যু হয়েছে কয়েকজনের।

Similar Articles

Advertismentspot_img

Most Popular