বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ভারতে ‘গরু পাচারকারী’ ভেবে দ্বাদশ শ্রেণির ছাত্রকে গুলি করে হত্যা

ভারতের হরিয়ানার ফরিদাবাদে দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে ‘গরু পাচারকারী’ ভেবে গুলি করে হত্যা করেছে গো-রক্ষক নামের এক দল। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৩ আগস্ট, স্কুল ছাত্রকে ভুল করে হত্যার ঘটনা ঘটে। এরপর এই হামলার জন্য, গো-রক্ষক দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন অনিল কৌশিক, বরুণ, কৃষ্ণ, আদেশ এবং সৌরভ। দিল্লি-আগ্রা জাতীয় সড়কে, নিহত দ্বাদশ শ্রেণির ছাত্র আরিয়ান মিসরা ও তার বন্ধু শাঙ্কি হারসিত এবং দুই বান্ধুবিসহ গাড়ি চালয়ে যাচ্ছিলেন। তাদের সেই গাড়িটিকে প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত তাড়া করেছিলো গো-রক্ষক দলের সদস্যরা। গোলাগুলিতে গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। শেষমেশ, প্রাণ হারান আরিয়ান মিসরা।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, গো-রক্ষকরা খবর পেয়েছিলেন যে ‘রেনল্ট ডাস্টার’ ও ‘টয়োটা ফরচুনা’-র গাড়িতে করে কিছু গরু পাচারকারী শহরে ঘুরে বেড়াচ্ছে এবং গবাদি পশু তুলে নিচ্ছে। এমন খবর পেয়েই তাড়া করেছিলেন অভিযুক্তরা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular