যানজটের কবল থেকে মুক্তি পেতে চলেছে ভারতের বেঙ্গালুরুর মানুষ। বেঙ্গালুরুতে চালু হতে চলেছে এয়ার ট্যাক্সি, যার মাধ্যমে আধা ঘন্তার রাস্তা পার করা যাবে পাঁচ মিনিটে। মানি কন্ট্রোলের প্রতিবেদন অনুসারে, সরলা এভিয়েশন এবং বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (বিআইএএল) বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি নিয়ে আসতে চলেছে শহরটিতে।
আপাতত এয়ার ট্যাক্সিটি বেঙ্গালুরুর শহরের প্রধান প্রধান জায়গা থেকে বিমানবন্দর পর্যন্ত চলবে বলে জানা গেছে।
এর ফলে যানজটের ভোগান্তিতে পড়তে হবে না মানুষকে, যাতায়াতের সময় অনেকটা বাঁচবে। এই এয়ার ট্যাক্সি হেলিকপ্টারের মতো আকাশে উড়বে। আর সব থেকে বড় কথা হলো- এটি পরিবেশবান্ধব। এর ব্যবহারের মাধ্যমে পরিবেশে কোনো দূষণ ঘটবে না।
এয়ারট্যাক্সির এই প্রোজেক্টটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই উড়ন্ত ট্যাক্সির প্রোটোটাইপ এখনও তৈরি হয়নি। সেইসঙ্গে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেতেও কয়েক বছর সময় লাগতে পারে। বিআইএএল-এর মতে, বেঙ্গালুরু এই পরিষেবা শুরু হতে প্রায় দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। সূত্র: মানিকন্ট্রোল