বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ভারতের হারের দিনে ধোনির ‘অদ্ভুত’ রেকর্ড !

নিউজ ডেস্ক:

লো স্কোরিং ম্যাচ বেশিরভাগ ক্ষেত্রে বেশ টানটান হয়। রবিবার ঠিক তেমনটাই হলো ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ। ১৯০ রান তাড়া করতে নেমে ভারত হারল ১১ রানে। ৫ ম্যাচের সিরিজে ফল এখন ২-১।

তবে এই ম্যাচে মূল আলোচনা আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার ধোনিকে নিয়ে। তিনি ৫০ রান করলেন ১০৮ বল খেলে। এমন স্লো ব্যাটিং দেখে ২ দশক আগেকার টেস্ট ম্যাচের কথা মনে পড়তে বাধ্য।

ম্যাচের প্রথম থেকেই খেলা বেশ ঢিমে তালেই শুরু হয়। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার লুইস এবং হোপ ‘দেখে খেলার’ নীতি নিয়েছিলেন। দু’ জনেরই সংগ্রহ ৩৫ রান। তারপর মিডল অর্ডার ব্যাটসম্যানদের কোনও ক্রমে টিকে থাকার লড়াই। ৫০ ওভারে ফসল ১৮৯ রান।

তবে ভারতের বোলিং যতটা ভালো হয়েছে, ব্যাটিং হয়েছে ততটাই খারাপ। কোহলিকে তো পরিকল্পনা করে আউট করলেন হোল্ডার। একমাত্র রাহানে ছাড়া কাউকেই সাবলীল মনে হয়নি। এক সময় দ্রুত তিন উইকেট হারিয়ে রাহানেও খোলসের মধ্যে ঢুকে যান। নিট ফল ৬০ রানে সুইপ মারতে গিয়ে উইকেট দিয়ে আসেন।

তারপর সবই ‘ধোনি-ময়’। ১১৪ বল খেলেন ৫৪ রান। বাউন্ডারি মাত্র ১টি। তাও ১০৩ নম্বর বলে আসে সেই বাউন্ডারি। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় মন্থরতম হাফ সেঞ্চুরি করলেন ধোনি। প্রথম স্থানে আছেন সদাগোপান রমেশ। তিনি কেনিয়ার বিরুদ্ধে ৫০ করেছিলেন ১১৬ বলে।

১৯০ রান তাড়া করতে নেমে এমন ল্যাজে-গোবরে অবস্থা এর আগে শেষ কবে হয়েছে তা কোহলি নিজেই হয়তো মনে করতে পারবেন না। ২৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন জেসন হোল্ডার।

Similar Articles

Advertismentspot_img

Most Popular