বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ভারতের সংখ্যালঘুদের নিয়ে খামেনির মন্তব্যে দিল্লির নিন্দা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় নিয়ে মন্তব্যের জেরে তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রতিক্রিয়া জানান।

রণধীর জয়সওয়াল বলেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা ভারতের সংখ্যালঘুদের নিয়ে যে মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা জানাই আমরা। এগুলো ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য।

যেসব দেশ সংখ্যালঘুদের নিয়ে কথা বলছে- পরামর্শ দিচ্ছি তারা যেনো অন্যদের নিয়ে পর্যবেক্ষণ দেওয়ার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দেয়। ’

এর আগে সোমবারেই ইরানের রাজধানী তেহরানে ধর্মীয় নেতাদের একটি সমাবেশে বক্তব্য রাখেন খামেনি। সেখানে তিনি ফিলিস্তিনের গাজা, ভারত ও মিয়ানমারে মুসলিমদের ‘দুর্দশা’ নিয়ে কথা বলেন। পরে ওই বক্তব্যের অংশ খামেনির সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টেও প্রকাশ করা হয়।

এক্সে খামেনির ওই পোস্টে বলা হয়েছে, ‘মিয়ানমার, গাজা, ভারত অথবা অন্য কোনো স্থানে মুসলিমরা যে দুর্দশার মধ্যে রয়েছে, তার প্রতি যদি অমনোযোগী হয়ে পড়ি, তাহলে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না। ’

এই মন্তব্যের পরপরই ভারতের এমন প্রতিক্রিয়া জনসম্মুখে আসলো। (সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসএবিপি লাইভ)

Similar Articles

Advertismentspot_img

Most Popular