বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ভারতের যে ৩ গ্রামের আয়ের প্রধান উৎস পতিতাবৃত্তি !

নিউজ ডেস্ক:

সমাজ কিংবা সংস্কৃতি যে কারণেই হোক বর্তমান বিশ্বের এখনও এমন অনেক জায়গা রয়েছে, যেখানে পতিতাবৃত্তিই আয়ের মূল উৎস। এই অবস্থা থেকে পিছিয়ে নেই ভারতও। আমাদের প্রতিবেশী দেশ ভারতেই বেশ কিছু জায়গা রয়েছে, যেখানে পতিতাবৃত্তিই আয়ের প্রধান উৎস। আমাদের আজকের এই প্রতিবেদনে ভারতের সেই তিনটি গ্রামের সাথে কথা উল্লেখ করা হল যেখানে আয়ের প্রধান উৎস পতিতাবৃত্তি।

১৷ নাতপুরা, উত্তরপ্রদেশ-

উত্তর প্রদেশের নাতপুরা গ্রামের পাঁচ হাজার বাসিন্দার বসবাস। তাদের আয়ের মূল উৎস হল ‘পতিতাবৃত্তি’। গত চারশো বছর ধরে পরম্পরাগতভাবে পতিতাবৃত্তিকেই বেছে নিচ্ছেন তারা।

২৷ দেবদাসিস, কর্নাটক-

কর্নাটকের দেবদাসিসের মেয়েদেরকে দেবীর সঙ্গে বিয়ে দেওয়া হয়। এরপর তাদের কুমারিত্বকে নিলামে তোলা হয়। এরপর থেকে সারাজীবন তাদেরকে পতিতা হয়েই কাটাতে হয়। এদেরও আয়ের মূল উৎস এই পতিতাবৃত্তি।

৩৷ ওয়াদিয়া, গুজরাট-

পরিবারকে চালানোর জন্য এ গ্রামের নারীরা পতিতাবৃত্তি করেন। পতিতাবৃত্তিতে নিয়োজিত নারীদের দালাল হিসেবে কাজ করে এ গ্রামের পুরুষরা। এ গ্রামের লোকদেরও আয়ের প্রধান উৎস পতিতাবৃত্তি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular