বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই স্টিভেন স্মিথ !

নিউজ ডেস্ক:

ভারতে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাহুর ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। স্ক্যান রিপোর্ট পাওয়ার শুক্রবার বিকেলে আর অনুশীলনে তিনি অংশ নেননি।

এ ব্যাপারে দলের চিকিৎসক রিচার্ড স’ জানান, গত রবিবার ভারতের বিপক্ষে পঞ্চম ওয়ানডে চলাকালে ডান বাহুর উপরে পড়ে যান স্মিথ। এরপর ব্যথার কথা সে জানিয়েছে। যে কারণে ওই ম্যাচে আর ব্যাটিং ও বড় থ্রো-তে সমস্যা হচ্ছিল।

তিনি আরও জানান, সেই ধারাবাহিকতায় তাকে এমআরআই স্ক্যান করানো হয়। এতে বড় কোনো ইনজুরি ধরা পড়েনি। তবে সুস্থ না হওয়া পর্যন্ত খেলাটা নিরাপদ মনে করিনি। অস্ট্রেলিয়া যাওয়ার পর ফের তার শারিরীক অবস্থা পরীক্ষা করা হবে।

তবে দলের নীতিনির্ধারকরা আশা করছেন অ্যাশেজ সিরিজের আগেই দলে ফিরবেন স্মিথ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular