নিউজ ডেস্ক:
ফের ইতিহাস গড়ল ভারত। ফ্রেঞ্চ গায়ানার কৌরু থেকে আরিয়ান স্পেস রকেটে ভর করে মহাকাশে উৎক্ষেপণ হল দেশটির সর্বাধুনিক যোগাযোগ উপগ্রহ ‘জিস্যাট-১৭’। বুধবার স্থানীয় সময় দিবাগত রাত আড়াইটায় উৎক্ষেপন হয় এই উপগ্রহটি।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, আরিয়ান-৫ রকেটে চেপে মহাকাশে পাড়ি দিয়েছে জিস্যাট-১৭। জানা গিয়েছে, উপগ্রহটির মোট ওজন প্রায় ৩,৪৭৭ কেজি। বিভিন্ন ধরনের যোগাযোগের জন্য তাতে সি-ব্যান্ড, এক্সটেন্ডেড সি-ব্যান্ড ও এস-ব্যান্ড ট্রান্সপন্ডার রয়েছে। পাশাপাশি, আবহাওয়া সংক্রান্ত তথ্য পাঠানো এবং উপগ্রহ-নির্ভর খোঁজখবর ও উদ্ধারকার্য চালানোর প্রয়োজনীয় জিনিসও রয়েছে এই উপগ্রহে।
চলতি মাসে ইসরো মোট তিনটি উপগ্রহ উৎক্ষেপণ করেছে। এর আগে GSLV MkIII এবং PSLV C-38 উপগ্রহটিও মহাকাশে পাঠায় ইসরো।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন