ভারতের জাহাজ ছিনতাই !

0
28

নিউজ ডেস্ক: সোমালিয়ার উপকূল থেকে ভারতের একটি বাণিজ্যিক জাহাজ ছিনতাই করেছে জলদস্যুরা।

সোমালিয়ার জলদস্যুবিরোধী সংস্থার এক প্রাক্তন কর্মকর্তা জানিয়েছেন, ছিনতাইকারীরা জাহাজটি কূলের দিকে নিয়ে যাচ্ছে।

এনডিটিভি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড অঞ্চলের জলদস্যুবিরোধী সংস্থার প্রাক্তন কর্মকর্তা আবরিজাক মোহামেদ দিরির বলেছেন, ‘আমরা জানতে পেরেছি, সোমালিয়ার জলদস্যুরা ভারতের একটি বাণিজ্যিক জাহাজ ছিনতাই করেছে এবং সোমালিয়ীয় কূলের দিকে নেওয়া হচ্ছে এটি।’

যুক্তরাজ্যভিত্তিক ড্রায়াড মেরিটাইম সিকিউরিটির কর্মকর্তা গ্রায়েম গিবন-ব্রুকস বলেছেন, কয়েকটি ইন্ডাস্ট্রি সূত্র তাকে জানিয়েছে, দুবাই থেকে বোসাসো যাওয়ার পথে শনিবার ছিনতাই হয় ভারতীয় জাহাজটি।

তিনি আরো জানিয়েছেন, জলদস্যুরা জাহাজে রয়েছে এবং জাহাজটি নিয়ে গেছে। জাহাজের ১১ ভারতীয় ক্রুকে পুন্টল্যান্ডের বন্দর শহর আইলে ছেড়ে দেওয়া হতে পারে।

গত মাসে সোমালিয়ার জলদস্যুরা একটি ওয়েল ট্যাংকার ছিনতাই করে। ২০১২ সালের পর সোমালীয় জলদস্যুদের এটিই এ ধরনের প্রথম ছিনতাইয়ের ঘটনা। কিন্তু পুন্টল্যান্ডের নৌবাহিনী অভিযান চালালে সেটি ছেড়ে জলদস্যুরা পালায়।

সোমালিয়ার জলসীমায় বিদেশি জেলেরা নৌকা ভিড়িয়ে মাছ শিকার করায় স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করে আসছে। তবে কিছু বিদেশি নৌকার মাছ ধরার লাইসেন্স আছে।